বিশ্বের সবচেয়ে বেশি ভিডিও গেম সংগ্রহ করে পাঁচবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা আন্তোনিও রোমেরো মন্টেরো। ৪৫ বছর বয়সী রোমেরোর সংগ্রহে ২৪ হাজার ২৬৮টি ভিডিও গেম রয়েছে। এসব গেমের বর্তমান বাজারদর প্রায় ২১ লাখ ডলার। মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তোনিও রোমেরো মন্টেরো মোট পাঁচবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। সবচেয়ে বেশি এক্স বক্স গেম, সবচেয়ে বেশি সেগা গেম, সবচেয়ে বেশি নিন্টেন্ডো গেম, সবচেয়ে বেশি প্লে স্টেশন গেম এবং সবচেয়ে বেশি ভিডিও গেম সংগ্রহকারী হিসেবে রেকর্ডগুলো করেন তিনি। আন্তোনিও রোমেরো মন্টেরো জানিয়েছেন, ১০ বছর বয়স থেকেই ভিডিও গেম সংগ্রহ করেন তিনি। সংগ্রহের তালিকায় এক্স বক্স, সেগা, নিন্টেন্ডো, প্লে স্টেশনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও গেম, গেমিং কনসোল এবং যন্ত্রাংশও রয়েছে। কোনো পরিকল্পনা করে নয়, শখের বশেই এগুলো সংগ্রহ করা হয়েছে। কিশোর বয়স থেকে সেগা গেম কেনার পর ধীরে ধীরে সংগ্রহের পরিমাণ বাড়তে থাকে আন্তোনিওর। নিজ ঘরের পুরো একটি রুমজুড়ে ভিডিও গেমগুলো সাজিয়ে রেখেছেন তিনি। প্রায় ২৫ হাজার গেম সংগ্রহে থাকলেও আন্তোনিওর প্রিয় গেম সুপার নিন্টেন্ডো ও সুপার ক্যাসলেভানিয়া।