প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখাতে যৌথভাবে প্রোগ্রামিং কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং স্ক্র্যাচ বাংলাদেশ। ২৮ আগস্ট শুরু হতে যাওয়া ৬ দিনের এ কর্মশালায় ৮ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিওএসএন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) উদ্ভাবিত স্ক্র্যাচ প্রোগ্রাম মূলত ছবি ও নকশাভিত্তিক প্রোগ্রামিং ভাষা, যা দিয়ে খুব সহজেই প্রোগ্রাম করার পদ্ধতি শেখা যায়। এর ফলে শিশুরা খেলার ছলে স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে গেম, অ্যানিমেশন ভিডিও, কার্টুন বা ক্যালকুলেটরে ব্যবহৃত সফটওয়্যারসহ বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে পারে। স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা পরিচালনা করবেন ‘ছোটদের স্ক্র্যাচ প্রোগ্রামিং’ বইয়ের লেখক মোশারফ হোসেন। এরই মধ্যে কর্মশালার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীরা https://forms.gle/TygWkWJdgXA4Jccu8 ঠিকানায় ক্লিক করে নিবন্ধন করার পাশাপাশি কর্মশালা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে।