ইনস্টাগ্রামে ভ্যানিশ মোড চালু বা বন্ধ করবেন যেভাবে
ভ্যানিশ মোড ব্যবহার করে ইনস্টাগ্রামে নিরাপদে বার্ত
9/9/2023 06:51 এ প্রকাশিত
লিখেছেন Sajid Ifti
বি ও ভিডিওর পাশাপাশি ইনস্টাগ্রামে গুরুত্বপূর্ণ বার্তাও আদান-প্রদান করেন অনেকে। এসব বার্তা প্রাপক ছাড়া অন্য কেউ যেন দেখতে না পারেন, সে জন্য ভ্যানিশ মোড নামের একটি সুবিধা রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। ভ্যানিশ মোডে বার্তা পাঠালে প্রাপক বার্তা দেখার পরপরই সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে সংরক্ষণ করা না থাকায় পরে অন্য কেউ বার্তাটি দেখতে পারেন না।ভ্যানিশ মোড চালুর জন্য ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে যে ব্যক্তিকে বার্তা পাঠাতে হবে, তাঁর চ্যাট ইনবক্সে প্রবেশ করতে হবে। এরপর চ্যাট বক্সের যেকোনো স্থানে আঙুল রেখে চেপে ধরে ওপরের দিকে সোয়াইপ করলেই ‘সোয়াইপ আপ টু টার্ন অন ভ্যানিশ মোড’ লেখা দেখা যাবে। এবার সাধারণ নিয়মে বার্তা পাঠালেই সেটি প্রাপকের কাছে চলে যাবে।