সরকারি কর্মীদের আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। এ নিষেধাজ্ঞার ফলে দেশটিতে সরকারি চাকরিজীবীরা অফিসের কাজে আইফোন বা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের তৈরি ফোন ব্যবহার করতে পারবেন না। চীনের এ সিদ্ধান্তের ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীন দীর্ঘদিন ধরেই বিদেশি পণ্য ও প্রযুক্তির পরিবর্তে দেশি প্রযুক্তি ও পণ্য ব্যবহারের জন্য একটি প্রচারণা চালাচ্ছে। নতুন এ সিদ্ধান্ত সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে। তবে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় চীনা প্রযুক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতেই আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন।