লিংকডইনেও আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা
ব্যবহারকারীদের তথ্য সাজিয়ে দেবে এই প্রযুক্তি
9/9/2023 06:47 এ প্রকাশিত
লিখেছেন Sajid Ifti
পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এ সুবিধা চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে কাজের ধরন বা বিবরণ লিখতে পারবেন। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি চালুর জন্য কাজও শুরু করেছে লিংকডইন।লিংকডইনের তথ্যমতে, ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলেই তা সুন্দর করে সাজিয়ে লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি। ফলে সহজেই নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। অপর দিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো পদের নাম ও কাজের বিবরণ লিখে দিলে সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে দেবে টুলটি। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি চালু হলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হবে।