মঙ্গলবার আসছে নতুন আইফোন, আরও যেসব পণ্যের ঘোষণা দিতে পারে অ্যাপল
১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় উন্মোচন অনুষ্ঠান
9/9/2023 06:32 এ প্রকাশিত
লিখেছেন Sajid Ifti
প্রতিবছর সেপ্টেম্বরে নতুন সব পণ্যের ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। এবারও ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করবে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে পাঠানো দাওয়াতপত্রে এই অনুষ্ঠানের একটি বাহারি নামও দিয়েছে অ্যাপল। ‘ওয়ান্ডারলাস্ট’। অনুষ্ঠানে আসতে যাওয়া নতুন প্রযুক্তি ও পণ্য নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ বছর সম্ভাব্য নতুন পণ্যের তালিকা দেখে নেওয়া যাক।প্রতিবছর সেপ্টেম্বরে নতুন সব পণ্যের ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। এবারও ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করবে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে পাঠানো দাওয়াতপত্রে এই অনুষ্ঠানের একটি বাহারি নামও দিয়েছে অ্যাপল। ‘ওয়ান্ডারলাস্ট’। অনুষ্ঠানে আসতে যাওয়া নতুন প্রযুক্তি ও পণ্য নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ বছর সম্ভাব্য নতুন পণ্যের তালিকা দেখে নেওয়া যাক।