পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহার করা যাবে লিংকডইন ও এক্সে
লিংকডইন ও এক্সে পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা যাবে
9/9/2023 06:44 এ প্রকাশিত
লিখেছেন Sajid Ifti
প্রচলিত পাসওয়ার্ডের বদলে ‘পাসকি’ সুবিধা ব্যবহার করে প্রবেশ করা যাবে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন ও খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (টুইটার)। নতুন এ সুবিধা দিতে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রতিষ্ঠান দুটি। লিংকডইন ও এক্সের কোড পর্যালোচনা করে এক ব্লগ বার্তায় এ তথ্য জানিয়েছেন অ্যাপ বিশ্লেষক স্টিভ মোসের। পাসকি পদ্ধতিতে ব্যবহারকারীর শনাক্তকরণ যেমন আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন মূলত ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে সংযুক্ত থাকে। ক্রিপ্টোগ্রাফিক পাসকি ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে খাপ খাওয়ানো (সিনক্রোনাইজ করা) যায়। ফলে আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন ব্যবহার করে সহজে যন্ত্র আনলক এবং ওয়েবসাইট ও অ্যাপে সাইনইন করা সম্ভব।পাসকি পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা এর সাহায্যে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। এর ফলে দূর থেকে হ্যাকাররা অ্যাকাউন্টের দখল নিতে পারে না। তাই এরই মধ্যে গুগল, অ্যাপলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এ সুবিধা চালু করেছে। তবে এ পদ্ধতিতে পাসওয়ার্ড ছাড়া ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের জন্য আগে থেকে নির্দিষ্ট যন্ত্রে সাইনইন করতে হয়।