স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ
পাইথন প্রোগ্রামিংয়ের কোর্স করা যাবে বিনা মূল্যে
9/9/2023 07:26 এ প্রকাশিত
লিখেছেন Sajid Ifti
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাইথন প্রোগ্রামিংয়ের কোর্স করা যাবে বিনা মূল্যে। কোর্সটি অবশ্যই ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। প্রতি সপ্তাহে একাধিক ভিডিও ক্লাস ছাড়াও একজন মেন্টরের তত্ত্বাবধানে অনলাইনে রিভিউ করার সুযোগ থাকছে। অনেক সময় স্ট্যানফোর্ডের শিক্ষার্থীরাও এ কোর্সে মেন্টর হিসেবে কাজ করবেন। ‘কোড ইন প্লেস’ নামের এই কোর্সে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা অনলাইনে অংশ নিতে পারবেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং একই বিশ্ববিদ্যালয়ের পিচ ল্যাবের যৌথ প্রচেষ্টায় আয়োজিত হচ্ছে এই ‘কোড ইন প্লেস’। স্ট্যানফোর্ডের কম্পিউটারবিজ্ঞান বিভাগের দুজন অধ্যাপক ক্রিস পিচ ও মেহরান সাহামি এ প্রকল্পের উদ্যোক্তা। বাংলাদেশ থেকেও এই কোর্সে শিক্ষার্থী কিংবা মেন্টর হিসেবে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে। ছয় সপ্তাহের এ কোর্সে প্রতি সপ্তাহে একটি বিষয়ে একাধিক ভিডিও ক্লাস করতে হবে শিক্ষার্থীদের। ছয় সপ্তাহের বিষয়বস্তুর মধ্যে আছে কন্ট্রোল ফ্লো উইথ কারেল, দ্য আর্ট অব কোডিং, কনসোল প্রোগ্রামিং, আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়েবল, গ্রাফিকস, লিস্ট ও ডিকশনারি। নিজের পছন্দমতো সময়ে ভিডিও ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সম্পূর্ণ কোর্সটি পাইথন প্রোগ্রামিং ভাষার মাধ্যমে সম্পন্ন করা হবে। https://codeinplace.stanford.edu ঠিকানার ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে আগ্রহীদের। আবেদনের শেষ দিন ১০ এপ্রিল।