ইসলামী ব্যাংকে কম্পিউটার সরবরাহ করবে লেনোভো
লেনোভোর কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা
9/9/2023 07:05 এ প্রকাশিত
লিখেছেন Sajid Ifti
ইসলামী ব্যাংককে ১ হাজার ৫০০টি ‘থিঙ্ক সেন্টার নিও ৫০এস’ মডেলের কম্পিউটার সরবরাহ করবে চীনের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। গত রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে লেনোভোর ওভারসিস বিজনেস, কনজুমার, কমার্শিয়াল ও ট্যাবলেট বিভাগের মহাব্যবস্থাপক জেনারেল ম্যানেজার নবীন কেজরিওয়াল বলেন, বাংলাদেশে লেনোভোর স্টুডেন্ট ও গেমিং ল্যাপটপ বেশি বিক্রি হলেও বাণিজ্যিক প্রতিষ্ঠানে লেনোভোর প্রযুক্তি পণ্যের বিক্রি বাড়ছে। এটা সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ উদ্যোগের সুফল। মেয়াদোত্তীর্ণ ল্যাপটপ বা কম্পিউটারের ই-বর্জ্য ব্যবস্থাপনায় বাই–ব্যাক ও গেট–ব্যাক নীতিমালা রয়েছে লেনোভোর। বাংলাদেশে লেনোভো পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়ার মূল শক্তি হিসেবে কাজ করবে। আর তাই আমাদেরকে প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, এক্সেল টেকনোলজিসের পরিচালক মাসুদ হোসেন, লেনোভো বাংলাদেশের আঞ্চলিক চ্যানেল ব্যবস্থাপক হাসান রিয়াজ, ব্র্যাক নেটের অপারেশনস বিভাগের প্রধান মোকাররম হোসাইন, কম্পিউটার ভিলেজের ম্যানেজিং পার্টনার মোহাম্মাদ জসিম উদ্দিন প্রমুখ।