খালি চোখেই ত্রিমাত্রিক ছবি ও ভিডিও দেখা যায় এই মনিটরে
সনি ইএলএফ-এসআর২ স্পেশাল রিয়েলিটি ডিসপ্লে মনিটর
9/9/2023 07:01 এ প্রকাশিত
লিখেছেন Sajid Ifti
থ্রি-ডি গ্লাস বা চশমা ছাড়াই ত্রিমাত্রিক ছবি বা ভিডিও দেখাতে সক্ষম নতুন মডেলের মনিটর তৈরি করেছে সনি। ‘সনি ইএলএফ-এসআর২ স্পেশাল রিয়েলিটি ডিসপ্লে’ মডেলের মনিটরটির পর্দার আকার ২৭ ইঞ্চি। ফলে বড় পর্দায় স্বচ্ছন্দে ত্রিমাত্রিক ছবি বা ভিডিও দেখা যায়। ফোরকে রেজল্যুশনের এই মনিটর চোখের নড়াচড়াও শনাক্ত করতে পারে। আর তাই মনিটরের যেকোনো পাশ থেকেই ছবি বা ভিডিও ভালোভাবে দেখা সম্ভব। মনিটরটি ব্যবহার করে সহজেই শিল্প খাতে ব্যবহার উপযোগী বিভিন্ন নকশা, অপারেশনের পরিকল্পনা করা সম্ভব। ভবনের নকশা ভালোভাবে দেখার পাশাপাশি সফটওয়্যার ও গেম তৈরিতেও ব্যবহার করা যায় মনিটরটি। ভারতের বাজারে উন্মুক্ত হওয়া মনিটরটির দাম সাত লাখ রুপি বা ৯ লাখ ২২ হাজার টাকা।